সর্বশেষ :

সাভারে পোশাক কারখানায় আগুন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১ । ১২:০৯ অপরাহ্ণ
সাভারে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর অদূরে সাভার এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা ১০ মিনিট তৎপরতা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার ভোর সাড়ে ৫টায় ওই এলাকার সিলভার গার্মেন্টস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা চালায়। প্রায় দুই ঘণ্টা ১০ মিনিট তৎপরতা চালিয়ে ৭ টা ৪০ মিনিটে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনো দমকল বাহিনী সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

আগুনে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।