লৌহজংয়ে চার হাজার কেজি ঝাটকা ইলিশ উদ্ধার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১ । ১১:৪৬ পূর্বাহ্ণ
লৌহজংয়ে চার হাজার কেজি ঝাটকা ইলিশ উদ্ধার

মো.সোহেল রানা,লৌহজং প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চার হাজার কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কে অভিযান চালায় পুলিশ। পরে রাত ৩ টার সময় ঢাকা যাওয়ার পথে একটি ট্রাকসহ ২০টি ড্রামে প্রায় ৪ হাজার কেজি ঝাটকা ইলিশ আটক করে। পরে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও গরীব অসহায়দের মাঝে ঝাটকাগুলো বিলিয়ে দেওয়া হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকসহ ৪ হাজার কেজি ঝাটকা ইলিশ জব্দ করি। পরে স্থানীয় এতিমখানা, মাদ্রাসাসহ অসহায় গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।