মির্জাগঞ্জ প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার প্রধান গেটের পাশে হাওলাদার অটো ও উপজেলার গার্লসস্কুল সংলগ্ন মটর সাইকেল এন্টারপ্রাইজ নামক দুটি পার্টসের দোকান চুরি হয়েছে।
গত ০৯ এপ্রিল ২০২১ইং রাতে চোরেরা সাটারের তালা কেটে নগদ টাকা সহ দুই দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়াও সুবিদখালী কলেজ সংলগ্ন ইব্রাহিম ট্রেডার্সে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, নাম্বারবিহীন একটি সাদা পিকআপ থেকে দুজন লোক নেমে দোকানের তালা ভাঙার চেষ্টাকালে তারা সি সি ক্যামেরা দেখে ভেঙ্গে ফেলে।
হাওলাদার অটোর মালিক মোঃ বশিরের ১ লক্ষ ৩০ হাজার নগদ টাকা সহ ১ লক্ষ ৬০ হাজার টাকার ব্যাটারী ও ২০ হাজার টাকার ইলেকট্রিক মটর নিয়ে যায় এবং মটর সাইকেল এন্টারপ্রাইজের মালিক মোঃ আইউব আলী খানের ৭৪ হাজার টাকার ব্যাটারী ৫ হাজার টাকার ইলেকট্রিক মটার ও ১৫ শত টাকা চুরি হয়েছে বলে জানান।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সি সি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে পাওয়া যায়নি। তবে ঐ রাতেই ১টি অটোবাইক ও ৪টি পুরাতন ব্যাটারী সহ দুই জনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :