বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সাগরক‚ল সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ নেছার উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালেরকন্ঠ ও আরটিভি প্রতিনিধি মনোতোষ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ( ৯ এপ্রিল) সরকারি বামনা সারওয়ারজান উচ্চ বিদ্যালয় হল রুমে সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস ননীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে বামনা উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী (দৈনিক বাংলাদেশের খবর ও খোলা কাগজ), সহ সভাপতি মো. জহিরুল আলম রুমী (দৈনিক খবরপত্র), সহ সভাপতি মিজানুর রহমান টিপু (দৈনিক মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মোল্লা (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হফিজুর রহমান (দৈনিক সাগরক‚ল), কোষাধক্ষ্য মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ( দৈনিক ভোরের ডাক), দপ্তর ও প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাহমুদ (দৈনিক সাগরক‚ল), তথ্য, সম্প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাসুদ রেজা ফয়সাল (দৈনিক সাগরক‚ল), সাহিত্য, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান (দৈনিক সাগরক‚ল), সদস্য মোসা. জান্নাতুল ফেরদৌসী রিনা (দৈনিক জবাবদিহি), রতন মালাকর (দৈনিক আমার সংবাদ), মো. রাসেল চৌধূরী (দৈনিক আমাদের নতুন সময়)।
আপনার মতামত লিখুন :