আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর, ফাইতং ও গজালিয়ার একমাত্র সংযোগ সড়ক গজালিয়া সড়ক। আজিজনগর ও ফাইতং এর একাংশের লোকজন বিভিন্ন অফিসিয়াল এবং বাণিজ্যিক কাজের জন্য লামা উপজেলা সদরে যাতায়াত করে এ সড়ক দিয়ে।
কিন্তু তাদের দুর্ভোগের কোন শেষ নেই। শুষ্ক মৌসুমের ধূলাবালি আর বর্ষার কর্দমাক্ত জরাজীর্ণ জীবন অত্র এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ২০ কিলোমিটারের এ রাস্তা সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন প্যাকেজে ১২ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলে ও আর ৮ কিলোমিটার কাজ এখনো কাঁচা এবং অসম্পূর্ণই রয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ৮ কিলোমিটারের এই কাঁচা রাস্তা তাও আবার উঁচুনিচু গর্তে ভরা। ব্রীজ কালভার্টগুলোর ও বেহাল অবস্থা বিরাজমান কিছু কিছু স্থানে অতি দ্রুত বেইলী ব্রীজ নির্মাণ আবশ্যক। আবার কোনো কোনো জায়গায় ব্রীজ-কালর্ভাটও নাই। পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে ছোট ছোট খাল গুলো পাড়ি দিচ্ছে লোকজন। কিন্তু বর্ষার মৌসুমে এপার থেকে ওপারে আসা যাওয়া দুষ্কর হয়ে পড়বে বলে জানায় এলাকার লোকজন। এই ৮ কিলোমিটারের সড়কের যন্ত্রণা যেন শেষই হচ্ছে না অত্র ইউনিয়নের লোকজনের।
এব্যাপারে আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন,এই সড়কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ইউনিয়নের জনগণের স¦ার্থে এই ৮ কিলোমিটার রাস্তা/সড়কটির কাজটি খুব দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। যেহেতু এ সড়ক দিয়ে উপজেলা সদরে প্রতিনিয়ত আমাদের যাতায়াত করিতে হয়।
বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মুছলে উদ্দিন জানান, বান্দরবানে নতুন যোগদান করেছি তাই অনেক জায়গা আমার অচেনা-অজানা। দয়া করে উপ-সহকারী প্রকৌশলী সঙ্গে এই বিষয়ে কথা বল্লে ভালো হয় বলে উনার মতবাদ পোষণ করেন।
লামার সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বলেন, জোনাল অফিসে গজালিয়া সড়ক, নাইক্ষ্যংছড়ি সড়কসহ আরো বেশ কয়েকটি সড়কের পরিমাণ করে কাগজপত্র পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :