সর্বশেষ :

বাংলাদেশ গেমসে কুস্তি ও বক্সিং-এ চাঁপাইনবাবগঞ্জের ২ কন্যার স্বর্ণ পদক অর্জন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১ । ১২:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ গেমসে কুস্তি ও বক্সিং-এ চাঁপাইনবাবগঞ্জের ২ কন্যার স্বর্ণ পদক অর্জন

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়ার বাসিন্দা কায়মা ও ২নং ওয়ার্ডের পাঠানপাড়ার বাসিন্দা অন্তরা সারা বিশ্ব দরবারে বাংলাদেশ তথা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গর্বিত করেছে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর কুস্তি প্রতিযোগিতায় ৫০ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছেন, চাঁপাইনবাবগঞ্জের মেয়ে শারমিন আক্তার অন্তরা ও বক্সিং প্রতিযোগিতায় মোসা. কায়েমা খাতুন জেলায় বক্সিং এ প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এর অনুষ্ঠিত কুস্তি ও বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন চাঁপাইনবাবগঞ্জের এ ২ কন্যা। ৮ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ গেমস এর সমাপ্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম ও নবাবগঞ্জ সরকারি কলেজে শতশত শিক্ষার্থী জুডো, কারাতে, বক্সিং খেলার মধ্য দিয়ে শরিরকে ফিট রাখছে।

অন্তরা ও কায়মা জানান, আপনারা সকলে আমার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে দেশ ও জেলার নাম উজ্জ্বল করতে পারি। অন্তরা ও কায়মা আগামীতে দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে আরও অনেক সাফল্য বয়ে আনুক এটাই এখন প্রত্যাশা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে বক্সিং একাডেমী নতুন করে অলিম্পিক অ্যাসোসিয়েশন এর রেকর্ড বুকে নাম ওঠার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন জেলা বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

তাদের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ আসনের মহিলা কাউন্সিল প্রার্থী ও তরুণ নারী উদ্যোক্তা নাজিন ফাতেমা জিনিয়াসহ বিভিন্ন মহল।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।