আল-আমিন, ক্রাইম রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে মারুফ (২০) নামের এক মাদকসেবীকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর জামতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
দণ্ডপ্রাপ্ত মারুফ জামতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সোহেল। তাকে নিজ বাড়ি থেকেই মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা ও ড্যান্ডি) পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মারুফ শুধু মাদকাসক্তই না, সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, ‘মাদকসেবী মারুফকে কারাদণ্ড ও ১০০টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :