সর্বশেষ :

গাজীপুর একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১ । ১২:০২ অপরাহ্ণ
গাজীপুর একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

শাহাদাত হোসেন অপু. শ্রীমঙ্গল. মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ নং আশিদ্রোন ৪ নং ওয়ার্ডের গাজীপুর এলাকায় আসন্ন পবিত্র রমজান মোবারক উপলক্ষে গাজীপুর একতা সমাজকল্যাণ পরিষদের ইফতার সামগ্রী ১৩০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার (৯ই এপ্রিল) বিকেলে উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন। এসম অতিথিদের মাঝে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, ৪নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আরজু মিয়া, সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম দায়িত্বশীল আবুল কাশেম সহ এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্তব্যরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গাজীপুর সমাজকল্যাণ বিভিন্ন সময়ে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছে বিগত তিন বছর যাবত।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।