সর্বশেষ :

করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১ । ১২:২৪ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত তিন থেকে চারদিন ধরে গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন। এমন উপসর্গ দেখা দেয়ায় করোনা টেস্টের জন্য শুক্রবার নমুনা দেন। টেস্টে করোনা পজিটিভ ফল আসলে আইসোলেশনে চলে যান তিনি।

এদিকে শনিবার আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। একই সঙ্গে তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।

আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আটটি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।