সর্বশেষ :

অশ্রুশিক্ত নয়নে ষাইটধার গোরস্থানে চিরনিদ্রায় শায়িত মোঃ বকুল মিয়া


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২১ । ৪:০৮ অপরাহ্ণ
অশ্রুশিক্ত নয়নে ষাইটধার গোরস্থানে  চিরনিদ্রায় শায়িত মোঃ বকুল মিয়া

মোঃ উজ্জল মিয়া, নিকলি প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইটধার গাবতলা নিবাসী মোঃ আশাব উদ্দিন বকুল মিয়া(৫৫)শনিবার সকাল ১১ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) -।।

নিকলী উপজেলার বিশিষ্ট ঠিকাদারওনিকলী উপজেলা যুবলীগএর অন্যতম নেতা ও সমাজসেবক ছিলেন মোঃ আশাব উদ্দিন বকুল মিয়া।তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।নিকলী ষাইটধার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মরহুম আশাব উদ্দিন বকুল মিয়ার জানাযায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।

জানাযা শেষে মরহুম আশাব উদ্দিন বকুল মিয়া কে ষাইটধার গাবতলা গোরস্থানে দাফন করা হয়।মরহুম আশাব উদ্দিন বকুল এর অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।নিকলী-বাজিতপুর কিশোরগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এমপি,

নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক ভূইয়া,নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম,নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস ভুইয়া জনি,নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুর হক আয়াজ,নিকলী উপজেলা পরিষদের(মহিলা) ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ,

নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খুরশেদ আলম স্বাধীন,সাবেক নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন,এড্যা বদরুল মোমেন মিঠু,বীর মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন,বীর মুক্তিযুদ্ধা গোলাপ রহমান গোলাপ,যুবলীগ নেতা মোঃআল আমিন,স্যাটেলাইট টেলিভিশন জবস টিভি চ্যানেলের ষ্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি মোঃ উজ্জল মিয়া, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি মোঃ হাবিব মিয়া,

প্রমুখ।মরহুম আশাব উদ্দিন বকুল এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন বড় ছেলে ইমরান হোসেন,বড় মেয়ে শীমা আক্তার,ও ছোট মেয়ে নিশাত রহমান হিমু।মরহুমের বড় ছেলে মোঃ ইমরান হোসেন ও বড় মেয়ে জামাতা মোঃ রেদোয়ান হোসেন,মরহুম আশাব উদ্দিন বকুলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছে –

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।