সর্বশেষ :

নাইক্ষ্যংছড়িতে ইয়াবসহ আটক- ২


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২১ । ৭:২৭ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে ইয়াবসহ আটক- ২

আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ১শত ৬৩ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকটা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে মোঃ ইসমাইল (৩৫) এবং তারঁ স্ত্রী খতিজা অাক্তার কে আটক করতে সক্ষম হন।

বিজিবি’র পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার (৯ এপ্রিল ) গভীর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়াড়ের ফাক্রিকটা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ সময় তাদেঁর বাড়িতে তল্লাশী চালিয়ে ৯ হাজার ১শত ৬৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমুল্য প্রায় ২৭ লক্ষ ৪৮ হাজার ৯শত টাকা। ইয়াবাসহ রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র,কাঠ পাচার ও, ইয়াবা সহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্য সামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।