নিজস্ব প্রতিবেদকঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন মৃত ৬৩ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৫৮৪ জনে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশের বেশি।
আপনার মতামত লিখুন :