নিজস্ব প্রতিবেদকঃ
স্ত্রী নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীকে সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তারা টিকার দ্বিতীয় ডোজ নেন।
এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ এখনও টিকা পায়নি। সেখানে বাংলাদেশে আমরা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছি। তিনি বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি বছর ৭ ফেব্রুয়ারি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে সস্ত্রীক কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
আপনার মতামত লিখুন :