সর্বশেষ :

রাজশাহীতে করোনার দ্বিতীয় ডোজও প্রথমে নিলেন এমপি বাদশা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২১ । ৪:১৩ অপরাহ্ণ
রাজশাহীতে করোনার দ্বিতীয় ডোজও প্রথমে নিলেন এমপি বাদশা

আখতার রহমান, রাজশাহীঃ

রাজশাহীতে সবার আগে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। দ্বিতীয় ডোজও তিনি গ্রহণ করেছেন সবার আগে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি দ্বিতীয় ডোজ টিকা নেন। রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য এর আগে গত ৭ ফেব্রুয়ারি রামেক হাসপাতালে করোনার প্রথম ডোজ টিকা নিয়ে এর উদ্বোধন করেন। সেদিন তাঁর সহধর্মিনী নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি তাসলিমা খাতুনও টিকা নেন।

এর দুই মাসের মাথায় আবারও তাঁরা একসঙ্গে টিকা নিলেন। প্রথম ডোজ টিকা নেয়ার পর ফজলে হোসেন বাদশা ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি বলেন, যাঁরা ইতোমধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, তাঁরা যেন অবহেলা না করেন। সময়মতো তাঁরা হাসপাতালে এসে যেন দ্বিতীয় ডোজ টিকা নেন।

করোনার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরুর সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৫৪০ জন। আর টিকার প্রথম ডোজ নিয়েছেন ১০০ জন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।