সর্বশেষ :

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২১ । ১০:৩৪ পূর্বাহ্ণ
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন সরকার (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গোমতী বেড়িবাঁধের ভিতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহসিন সরকার সাতমোড়া গ্রামের মৃত লতিফ মাষ্টারের ছেলে।
জানা যায়, গোমতী বেড়িবাঁধের ভিতরে তার কয়েকটি কলাবাগান রয়েছে।

বাগানে পানি দেওয়ার জন্য গোমতী নদী থেকে পানি তোলার জন্য অস্থায়ীভাবে একটি মটর মেশিন বসানো হয়। বুধবার ভোরে বাগানের ভিতরে থাকা ২৩০ ভোল্টের বৈদ্যুতিক খুটি থেকে সেই মটর মেশিনে বাঁশ দিয়ে অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে। গ্রামের এক মহিলা জমিতে ঘাস কাটতে গিয়ে মহসিন সরকারকে বৈদ্যুতিক তারের সাথে পেঁচিয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়।

এলাকাবাসী বিদ্যুৎ অফিসের সহায়তায় তাকে সেখান থেকে মৃত উদ্ধার করে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।