সর্বশেষ :

পহেলা বৈশাখে করা যাবে না জনসমাগম


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২১ । ১১:০০ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখে করা যাবে না জনসমাগম

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে চলমান করোনা পরিস্থিতিতে বাংলা নববর্ষ পালনের জন্য কোনোভাবেই জনসমাগম করা যাবে না। জনসমাগমের পরিবর্তে এবার অনলাইনে নববর্ষ পালন করতে বলা হয়েছে। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ-১৪২৮ উদযাপন-সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জন্য গতবারও ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা হয়নি। তখন ভার্চুয়ালি বর্ষবরণের আয়োজন করে বিভিন্ন সংগঠন।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।