রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে তিনজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের দেয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়নে, মনিটরিং সেলের পরিচালনা বাজেটের আওতায় ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকার কৃষক আওলিয়া, মশিন্দা ইউনিয়নের হাঁসমারি’র কৃষক আব্দুল আলীম ও ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়ার কৃষক রনি দেরকে একটি করে কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হয়। যার প্রতিটির মুল্য সাড়ে ৩১ লাখ টাকা। পরবর্তীতে আরো তিনজন কৃষককে মেটাল কোম্পানির আরো তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হবে বলে জানান হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সহকারী কমিশনার(ভূমি) আবু রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :