সর্বশেষ :

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে দোকানপাট খোলা থাকবে- জেলা প্রশাসক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২১ । ২:০৭ অপরাহ্ণ
বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে দোকানপাট খোলা থাকবে- জেলা প্রশাসক

আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার ও প্রতিরোধকল্পে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে কোভিড জেলা প্রতিরোধ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কক্ষে ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে অনান্য উপস্তিত ছিলেন, সিভিল সার্জন অং সুই প্রু মার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসেন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী সংগঠন ও বাজার সমিতির প্রতিনিধিবর্গসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জেলা প্রশাসক বক্তব্য বলেন, নববর্ষ ও সাংগ্রাই উৎসব উপলক্ষে ৭/৪/২০২১ থেকে ১২/৪/২০২১ সকাল ৮ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত কসমেটিকস, জুতা, কাপড়ের দোকান খোলার ব্যাপারে কোভিড জেলা প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেন। বলেন,করোনা দিন দিন খারাপ দিকে এগোচ্ছে, তবুও জনগনে কোন তোয়াক্কা করে নাহ। তবে, এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। অন্যথায়, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।