সর্বশেষ :

দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৬৩


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২১ । ৪:৫২ অপরাহ্ণ
দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৬৩

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে। আর তাদের মধ্যে মোট ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে আরো ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ।

এর আগে, গতকাল মঙ্গলবার একদিনে ৭ হাজার ২১৩ জন নতুন রোগী শনাক্তের খবর জানানো হয়, যা এতদিন ছিল একদিনের সর্বোচ্চ শনাক্ত।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।