জামান মৃধা, ডিমলা প্রতিনিধিঃ
“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানে সামনে রেখে নীলফামারি জেলার ডিমলা থানার উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে ডিমলা থানা পুলিশ। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়, বাস টার্মিনাল,কেন্দ্রীয় শহীদ মিনারচত্বর সহ এ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচার করা হয় গোঁটা উপজেলা জুড়ে।
এ সময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন, ডোমার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়ব্রত পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। (ওসি) তদন্ত সোহেল রানা (জনি)। মাজহারুল ইসলাম (লিটন) সভাপতি ডিমলা প্রেসক্লাব। মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিমলা প্রেসক্লাব সহ থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কর্মসূচী নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ্য বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাক্স পরে সে ব্যাপারে সচেতনতা গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে এ উপজেলার মানুষ গুলো যেন সুরক্ষিত থাকুক।
ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিরাজুল ইসলাম বলেন, করোনা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তাই আমরা সকলেই মাক্স ব্যবহার করি, লোকসমাগম এড়িয়ে চলি, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবো না, নিয়মিত হাত ধৌত করি এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি।
আপনার মতামত লিখুন :