সর্বশেষ :

গুরুদাসপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২১ । ১২:৫৯ অপরাহ্ণ
গুরুদাসপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোঃ জনি পারভেজ, গুরুদাসপুর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক (৫৫) ও মালেক (৫০) সম্পর্কে আপন দুই ভাই। বাড়ির ভিতরে একটি টয়লেট স্থাপনাকে কেন্দ্র করে ছোট ভাই মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের মঙ্গলবার রাত ১১ টার দিকে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে কুপিয়ে জখম করে ছোট ভাই আব্দুল মালেক ও ভাতিজা রাজ্জাক আলী। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, আসামীদের গ্রেফতারে জোড় তৎপরতা চলছে এবং মামলার প্রস্তুতিও চলছে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।