বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ।
মঙ্গলবার বিকেলে উপজেলার গাজীর বাজারে আগত সাধারণ মানুষজনের মাঝে এসব মাস্ক বিতরণ করার পাশাপাশি বিভিন্ন স্থানে ও গাড়িতে জীবাণুনাশক ছিটানো হয়েছে।
এ সময় উপস্থিত সাধারণ মানুষকে বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া জানান মাননীয় আইন মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন যুবলীগ সাধারন অসহায় মানুষের পাশে আছে, মাস্ক বিতরণের মধ্য দিয়ে তাদের সেবা মূলক কার্যক্রম শুরু করা হয়েছে এবং পর্যায়ক্রমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও উপজেলার কোথাও কোন অসহায় মানুষ যদি না খেয়ে থাকে আপনারা আমাদের জানাবেন আমরা তার পাশে দাঁড়াবো।
জীবাণুনাশক ছিটানো ও মাক্স বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাওসার, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শানু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল, মোঃ খাইরুল বাশার রিপুসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :