নিজস্ব প্রতিবেদকঃ
ফের বলিউডে করোনার হামলা। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ক্যাট লিখেছেন, আমি করোনা পজিটিভ। দ্রুত নিজেকে আইসোলেশনে রেখেছি এবং আপাতত কিছুদিন হোম কোয়ারেন্টাইনেই থাকব। চিকিৎসকের দেয়া সমস্ত গাইডলাইন এবং প্রোটোকল অনুসরণ করছি।
একই সঙ্গে যে সব ব্যক্তিরা তার সঙ্গে ছিলেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করাতেও অনুরোধ করেছেন বলি স্টার। পাশাপাশি তিনি লেখেন, আপনাদের সবার ভালোবাসা ও সহায়তার জন্য ধন্যবাদ। দয়া করে সকলে নিরাপদে থাকুন এবং নিজের যত্ন নিন।
উল্লেখ্য, সোমবারেই করোনা আক্রান্ত হয়েছেন বলিউড হিরো ভিকি কৌশল থেকে শুরু করে অক্ষয় কুমার। অভিনেত্রীদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ভূমি পেডনেকার, আলিয়া ভাটের মতো সুপারস্টারেরা। ক্রমেই যেন করোনা গ্রাস করছে বলিউডকে।
সুত্রঃ ডেইলি বাংলাদেশ
আপনার মতামত লিখুন :