রিয়াজুল ইসলাম রিয়াজ, নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে ৭টি থানার জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এছাড়াও করোনার সম্মুখযোদ্ধা সাংবাদিকদের হাতেও এসকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোর সদর হাসপাতালেও যদি অক্সিজেন সংকট থাকে সেক্ষেত্রেও আমাদের পুলিশ বাহিনী থেকে অক্সিজেন পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, পুলিশ-অপুলিশ সকলের জন্য এই সুযোগ সমান ভাবে থাকবে। যাদের প্রয়োজন হবে জানানো মাত্র আমাদের বাহিনীর সদস্যরা গিয়ে সকল ব্যবস্থা করে দিয়ে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর থানার ও.সি জাহাঙ্গীর আলম, সিংড়া থানার ও.সি নূরে আলম সিদ্দিকী ও বাগাতিপাড়া মডেল থানার ও.সি নাজমুল হক প্রমুখ।
আপনার মতামত লিখুন :