মোঃ শামীম রেজা, কোটচাঁদপুর প্রতিনিধিঃ
গ্রেফতারকৃতরা হলো মোস্তাফিজুর রহমান মিলন (৩২), মোফাজ্জল হোসেন মোফা (২৪) ও খায়রুল বাসার (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ৬ চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের আব্দুল্লাহ কফি হাউজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেন।
ধন্যবাদ র্যাব কমান্ডার কামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ৬ এর অধিনায়ক মো: কামাল উদ্দিন ও সেকেন্ড ইন কমান্ডার সোহেল পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযানে যায়। সেসময় আব্দুল্লাহ কফি হাউজের সামনে থেকে জাল নোট তৈরীর সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান মিলন চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী মধ্যপাড়ার শাহ আলম মল্লিকের ছেলে, মোফাজ্জল হোসেন মোফা হানুর বাড়িাদি গ্রামের মেছের আলীর ছেলে ও খায়রুল বাসার ডিঙ্গেদাহর শাহবুল মালিতার ছেলে।
তারা জাল নোট তৈরীর সংঘবদ্ধ চক্রের সদস্য বলে র্যাব -৬ ঝিনাইদহ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :