সর্বশেষ :

কুষ্টিয়াতে কুচক্রীমহল করোনা সচেতনতার নামে চালাচ্ছে নিরিহ মানুষের উপর নির্যাতন!


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২১ । ৬:০৫ অপরাহ্ণ
কুষ্টিয়াতে কুচক্রীমহল করোনা সচেতনতার নামে চালাচ্ছে  নিরিহ মানুষের উপর নির্যাতন!
ফাইল ছবি

এইচ, এম, বেলাল হোসেন, ব্যুরো প্রধান কুষ্টিয়া :

দেশে আবারো করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অাবারো দেশজুড়ে লকডাউন চলছে। প্রশাসন ছাড়াও সচেতনতার জন্য মাঠে রয়েছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দরাও। তারা গরিব মানুষের কাছে যাচ্ছেন ও মাস্ক ও খাবার বিতরন করছেন। অন্যদিকে সচেতনতার নামে নিরিহ মানুষের উপর নির্যাতনের অভিযোগও উঠেছে। গতকাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার অামলা বাজারে এমন ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

অভিযোগের ভিত্তিতে জানাগেছে, গতকাল বেলা ১১টার দিকে অামলা বাজারে মুখে মাস্ক ছাড়া চলার কারনে দোকানদার ও পথচারীদের বেধড়ক মারপিট করা হয়। মাফ ভূল হয়েছে মর্মে মাফ চেয়েও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

এ বিষয়ে নাম অভিযোগ কারীরা জানান, অামরা মাস্ক ছাড়া চলার কারনে অন্যায় করেছি। তার বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তা রা অামাদের বিরুদ্ধে ব্যবস্থ্যা নিতে পারেন। কিন্তু অন্যায়ভাবে অামাদের উপর চড়াও হয়েছে এবং নির্দয় ভাবে পিটিয়েছে। মারপিটের হাত থেকে বাদ যায়নি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রিয়াজ মালিথার গাড়ি চালক ইলিয়াস হোসেনও।

বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সংঘাত এড়াতে সংবাদ পেয়ে মিরপুর থানার পুলিশের এস অাই সাধন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অাসেন এবং পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে মিরপুর থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।