লৌহজং মাছ ধরার বিদেশী ফাঁদ সহ গ্রেফতার তিন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২১ । ১২:১০ অপরাহ্ণ
লৌহজং মাছ ধরার বিদেশী ফাঁদ সহ গ্রেফতার তিন

মো.সোহেল রানা,লৌহজং প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪০টি ‘চায়না চাই জাল’সহ ৩ জেলে আটক করা হয়েছে। গতকাল পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল আটক কওে মাওয়া কোস্টগার্ড সদস্যরা। অভিযানে আটককৃত জেলেরা হলো সানাউল্লাহ দর্জি (২৫), সাকিল দর্জি (১৭) ও নুরুল হক ব্যাপারি (২৬)। এদের তিনজনের বাড়িই নোয়াপাড়া খালাসিকান্দি গ্রামে।
মাওয়া কোস্ট গার্ড জানিয়েছে, শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার কান্দিপাড়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা হতে এসব জাল জব্দ করা হয়। এসময় অবৈধ এ জাল বহনের দায়ে ৩ জেলেকে আটক করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২লাখ টাকা।
মাওয়া কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মোঃ রেদোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পদ্মা সেতু কম্পোজিট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল এসসিপিও (এক্স) এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জালসহ জেলেদের আটক করা হয়। জাল এবং অসাধু জেলেদের লৌহজং মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাৎক্ষণিক নিকটবর্তী চড়ে চাইজালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জেলেদের শুধুমাত্র পরিবহন কাজে ব্যবহার করা হয়েছে বলে মুচলেকা গ্রহন করে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।