সর্বশেষ :

নাটোরে র‌্যাবের হাতে ৫ মাদক সেবী আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২১ । ১০:০৩ পূর্বাহ্ণ
নাটোরে র‌্যাবের হাতে ৫ মাদক সেবী আটক

রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সদর থানাধীন আমহাটি শিবপুর গ্রামস্থ জনৈক মীর হাবিবুর আলম বকতিয়ার এর পরিত্যক্ত ইটভাটা সংলগ্ন পূর্বে বাশঁ ঝাড়ের নীচে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জন মাদক সেবীকে আটক করেছে ।

সূত্রে জানাযায়, আটকৃত মাদক ব্যবসায়ী নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথের মিলন হোসেনের ছেলে শিহাব হোসেন (২১), দক্ষিণ বড়গাছার আশরাফ কারিগরের ছেলে আকাশ কারিগর (১৯), বনবেলঘড়িয়ার মৃত আলীম প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৩৯),একডালা বাবুর পুকুর পাড়’র মৃত আনছার আলীর ছেলে মেহেদী হাসান (২০), দক্ষিন চৌকিরপাড়ের মৃত বিশ^নাথের ছেলে বিমান দাস ওরফে ভুট্টু (৫০)দের একটি দলের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ০৪ এপ্রিল রাতে অভিযান চালিয়ে , এক গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লিখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।পরে জব্দকৃত গাঁজা ও আলামত সহ তাদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে, বলে র‌্যাবের কোম্পানী কমান্ডার (ভারঃ) সিনিঃএ.এস.পি – এ.কে.এম এনামুল করিম নিশ্চিত করেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।