মোঃ শামীম রেজা, কোটচাঁদপুরঃ
ঝিনাইদহ সদর উপজেলার ০৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ-মিন্টু মন্ডলের মেয়ে এবং বিষয়খালি শহিদ মোস্তাফা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মোছাঃ- ঊর্মি আক্তার বিদুৎ স্পষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন,পারিবারিক সূত্রে জানা যায় ঊর্মি আক্তার (১৩) স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খাইতে বসে এ সময় মাল্টিপ্লাগের লাইনের লিক তারে ঊর্মির পা লেগে বিদুৎ স্পষ্ট হয়,
এ ঘটনায় আহত ঊর্মি কে সাথে সাথেই ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যু বরণ করেন, এ মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে!(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মহান আল্লাহ্ রব্বুল আলআমিন মরহুমের আত্মার জান্নাতূল ফিরদাউসের নসীব দান করুন করুন (আমিন)।
আপনার মতামত লিখুন :