বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া:
মাহে রমজান উপলক্ষে শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছানোর লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার ৩ ( এপ্রিল)সকালে উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে ন্যায্য মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য চার শতাধিক মানুষের মধ্যে বিক্রি করা হয়।
টিসিবির এসব পণ্যের মধ্যে রয়েছে ছোলা, চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল। ছোলা প্রতি কেজি ৫৫ টাকা ধরে ৪ শত কেজি, চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে ৭শত কেজি, মসুর ডাল প্রতি কেজি ৫ ৫ টাকা দরে ৫০০ কেজি এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০টাকা ধরে ৮শত লিটার বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর নির্দেশনায় কুটি ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান স্বপনের উপস্থিতিতে কসবা উপজেলার টিসিবির ডিলার মোঃ আবু কাউছার বরাদ্দকৃত এসব পণ্য বিক্রি করেন।
এ সময় উপস্হিত ছিলেন কুটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ,শামীম রেজা কুটি ইউপি সদস্য মোঃ এলিম মিয়া, তানিয়া আক্তার মুর্শিদা বেগম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :