নিজস্ব প্রতিবেদকঃ
করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা গোবিন্দ। অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা জানিয়েছেন, অভিনেতার শরীরে ‘মৃদু উপসর্গ’ দেখা গিয়েছে। আপাতত নিজের বাড়িতেই আইসোলেসনে রয়েছেন তিনি।পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মচারীদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের প্রত্যেকেরই ফল নেগেটিভ এসেছে। দিন কয়েক আগেই করোনা থেকে সেরে উঠেছেন অভিনেতার স্ত্রী।
আপাতত সব রকম সাবধানতা মেনে বাড়িতেই থাকছেন গোবিন্দ। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, রোববারেই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান তারা এবং গোবিন্দর ফল পজিটিভ আসে। অভিনেতা বাড়িতে থাকলেও প্রতি নিয়ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
একই দিনে অক্ষয় কুমারেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা। গোবিন্দর মতো তিনিও নিজের বাড়িতেই আইসোলেসনে রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে জানিয়েছেন অক্ষয়।
আপনার মতামত লিখুন :