সর্বশেষ :

আসলামুল হক এমপির মৃত্যুতে আ’লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এর শোক প্রকাশ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২১ । ২:৪৭ অপরাহ্ণ
আসলামুল হক এমপির মৃত্যুতে আ’লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এর শোক প্রকাশ

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী :

বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আব্দুর রহমান।

এক শোকবার্তায়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জননেতা আব্দুর রহমান ।

উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক ইন্তেকাল করেছেন। আজ রোববার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসলামুল হক। আসলামুল হকের পৈতৃক বাড়ি ঢাকা জেলার মিরপুর এলাকায়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।