সর্বশেষ :

শ্রীমঙ্গলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২১ । ১:২০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক আয়োজনে জনসচেতনতা বৃদ্ধি ও মাক্স পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে শ্রীমঙ্গল থানার সামনে এক আলোচনা সভা, মাক্স বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি মূলক স্টিকার সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জনসচেতনতা ক্যাম্পেইন।

বৃহস্পতিবার(১লা এপ্রিল) বিকেলে ‌উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল জিয়াউর রহমান ও সঞ্চালনা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা মোহাম্মদ আরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। আর উক্ত এসভায় এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।