রাসেল, ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর গ্রামের কৃতি সন্তান, দেশের বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল মোত্তালিব করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর কেন্দ্রীয় কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে জানাজা শেষে দাফন করা হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধায় বীর-মুক্তিযোদ্ধা ড.আব্দুল মোত্তালিবের মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।পরে ধানমন্ডির ৭ নম্বর সড়কের বায়তুল আমানে মসজিদে, তারপরই তাঁর একসময়ের কর্মস্থল ইউনিভার্সিটি অব লিবার্টিতে ( ULAB) জানাজা শেষ করে তাঁর মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি ঈশ্বরদীর রূপপুরে । বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল নয়টায় রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ণ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রফেসর ড. আব্দুল মোত্তালিবের মৃত্যুতে একদিনের শোক কর্মসূচি পালন করছেন ঈশ্বরদীর রুপপুর গ্রামের সর্বস্তরের মানুষ। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রুপপুর বিবিসি বাজারে সকাল আটটায় কালো পতাকা উত্তোলন করে কালো ব্যাজ ধারন করে। পাকশির রুপপুরে গোটা গ্রামবাসী বাড়ি ব্যাবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করেছেন।
পাকশি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর-মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, পাকশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল,সহ-সভাপতি এনামুল হক এনাম বিশ্বাস, সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু প্রচার সম্পাদক জহুরুল হক মালিথাসহ রুপপুর গ্রামের বিভিন্ন ব্যাবসায়ী,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রফেসর ড. আব্দুল মোত্তালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। পরবর্তীতে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পর বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি (ইউসেট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকাস্থ পাকশির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাকশী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ-সিপিভিপি প্রাক্তনীর সম্মানিত সভাপতি ছিলেন।
ড. মোতালিব ঈশ্বরদীর রুপপুর গ্রামের আরেক কিংবদন্তী মরহুম ডাক্তার ঈমান আলীর দ্বিতীয় পুত্র। তিনি ওই গ্রামের জিসান-হৃদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে ৫ ভাই ১ বোন, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের কম্পিউটার বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল মোত্তালিবের মরদেহে শ্রদ্ধা নিবেদন হিসাবে পুস্পার্ঘ অর্পন করেন,ঈশ্বরদী উপজেলা প্রশাসন ঈশ্বরদী,পাকশি ইউনিয়ন আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা কমান্ড পাকশিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বীর-মুক্তিযোদ্ধা ড.মোত্তালিবের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হওয়ার পূর্বে তার জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল কায়েস, ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক,উত্তরবঙ্গের প্রখ্যাত শ্রমিকনেতা, মোহাম্মদ রশীদুল্লাহ,পাকশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল,পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস।
আপনার মতামত লিখুন :