সর্বশেষ :

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ ঘোষনা!


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২১ । ১:১১ পূর্বাহ্ণ
ঐতিহাসিক  পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ ঘোষনা!

বদলগাছী প্রতিনিধিঃ

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় (২রা এপ্রিল) শুক্রবার থেকে নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংকৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফাই পেজ থেকে এ বিষয়টি জানানো হয়। পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান মোঃ ফজলুল করিম আরজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

গত সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম সীমিত করা, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে সরকারের ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নির্দেশনা আগামী দুই সপ্তাহ পর্যন্ত পালন করতে হবে।

এর আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে গত বছরের ২০ মার্চ পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর বন্ধ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। নভেম্বরের প্রথম দিন শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেয়া হয়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।