সুনামগঞ্জ প্রতিনিধি:
চাষ করুন সুবর্ণ-৩, ১৩০ দিনে ঘরে নিন। এই স্লোগানকে সামনে রেখে “হাওরে আগাম হাইব্রিড ধান সুবর্ণ-৩ এর বাম্পার ফলন” সুপ্রীম সীড কোম্পানির বাজারজাত কৃত হাইব্রিড ধান সুবর্ণ-৩ এর মাঠ দিবস পালিত হয়েছে। সুপ্রীম সীড কোম্পানির আয়োজিত গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন এর আমড়াখাইর গ্রামের কৃষকদের নিয়ে অনুষ্টিত মাঠ দিবসে ব্যবসায়ী ও আর্দশকৃষক জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুপ্রিম সীড কোম্পানী লি. এর এএসও সুমন মাহিস্য দাসের সঞ্চালনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মশিউর রহমান(এজেডএম মাধবপুর জৈন্তাপুর জোন)। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন।
উক্ত মাঠ দিবসে কৃষিবিদ মশিউর রহমান সুবর্ণ-৩ জাতের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, কৃষক আজিজুর রহমান তার ২১ শতক জমিতে হাইব্রিড সুবর্ণ-৩ জাতের ধান চাষ করেন। বীজ ভিজানো থেকে ধান কাটা পর্যন্ত এই জাতে ১৩০ দিন সময় লাগে। যা সব চেয়ে কম দিনের ধান, ব্রি-২৮ চেয়েও ১০-১৫ দিন আগে ফসল কাটা যায়। গাছ মাঝারী উচু,হেলে পড়ে না। ব্রিধান ২৮ এর ১৫ দিন আগে ধান কাটা যায়। যে কোন জমিতে চাষ করা যায়। ভাত ঝর ঝরে সুস্বাদু । লম্বা শীষ, শীষের দৈর্ঘ্য ১১ ইঞ্চি।
আপনার মতামত লিখুন :