সর্বশেষ :

যশোরে নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বিজয়ী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২১ । ১২:০৫ অপরাহ্ণ
যশোরে নৌকা প্রতীকের প্রার্থী  বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বিজয়ী

এম.আমিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

যশোর পৌরসভায় ব্যাপক ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৩২ হাজার ৯৪০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মোহাম্মদ আলী সরদার পেয়েছেন ১২ হাজার ৯৪৭ ভোট।
আজ বুধবার রাতে জেলার সহকারি রির্টানিং কর্মকর্তা আব্দুর রশিদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যশোর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়ে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী সরদার ১২ হাজার ৯৪৭ ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মারুফুল ইসলাম মারুফ ৭ হাজার ৩০২ ভোট পেয়েছেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।