সর্বশেষ :

বগুড়ায় মাকে হত্যার দায়ে দুই ছেলে ও পুত্রবধূর যাবজ্জীবন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২১ । ৫:০১ অপরাহ্ণ
বগুড়ায় মাকে হত্যার দায়ে দুই ছেলে ও পুত্রবধূর যাবজ্জীবন

মোঃ আল-আমিন, ক্রাইম রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জহুরা বেওয়া নামের ৭০ বছরের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার দুই ছেলে ও দুই পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৩১ মার্চ) বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ইসরাত জাহান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিকপুর গ্রামের জহির উদ্দিন (৫৮), তার স্ত্রী রেহেনা বেগম (৫৩), জহির উদ্দিনের ছোট ভাই ইয়াসিন আলী (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৮)। নিহত জোহুরা বেগম (৭০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিকপুর গ্রামের বাসিন্দা।

বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাছিমুল করিম হলি জানান, শিবগঞ্জ উপজেলার তালিবপুর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী জহুরা বেওয়ার তিন ছেলে ছিল। প্রায় এক যুগ আগে ২০০৮ সালে তিনি তার মালিকানাধীন ৪০ শতাংশ জমি ছোট ছেলে জসিম উদ্দিনের নামে লিখে দেন। এতে অপর দুই ছেলে জহির উদ্দিন এবং ইয়াছিন আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ২০০৮ সালের ৭ জুলাই তারা তাদের মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর মরদেহ পাশের পতিত জমিতে ফেলে রাখে। মরদেহটি উদ্ধারের পর নিহত জহুরা বেওয়ার ছোট ছেলে জসিম উদ্দিন তার বড় দুই ভাই এবং তাদের দুই স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ এনে শিবগঞ্জ থনায় মামলা করেন। তিন মাসেরও বেশি সময় তদন্তের পর পুলিশ ওই মামলায় ২০০৮ সালের ১৯ অক্টোবর অভিযুক্ত ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালত রায়ে এ চার আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায় ঘোষণার সময় ওই ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।