রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে সচেতনতার বৃদ্ধি, স্বাস্থ্যবিধি না মানা এবং শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে শহরের কানাইখালি এলাকায় করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে মাস্ক বিতরণ এবং সচেতন মুলক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি। এসময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক বিতরণ করেন।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বলেন, জেলার অন্য উপজেলায় করোনায় কোন মৃত্যু নেই। কিন্তু সদর উপজেলাতেই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা লালপুরের গ্রীণভ্যালী পার্ক বন্ধ করে দিয়েছে, সেখানে বেশি জনসমাগম ঘটে। এছাড়া আগ্রান স্কুলের প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটরা প্রতিনিয়ত মাস্ক বিরোধি মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে। নাটোরকে সংক্রমনের হার কমিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, গত পাঁচ দিনের ব্যবধানের আক্রান্তের পাশাপাশি অধ্যক্ষ ও এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হওয়ার কারনে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
আপনার মতামত লিখুন :