রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সদর থানাধীন মল্লিকহাটি গ্রামস্থ জনৈক মিথুন চৌধুরীর আম বাগানের এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৮ জন মাদক সেবীকে আটক করেছে ।
সূত্রে জানাযায়, আটকৃত মাদক ব্যবসায়ী নাটোরের নলডাংগা উপজেলার দিয়ার কাজীপুর ত্রিমোহনী’র মকবুল শেখের ছেলে সেন্টু (৩০),নাটোর সদর উপজেলার ভাটোদারা আওয়াল পাটুয়ারীর ছেলে রাহুল (২১),ছাতনীর মৃত নুরু মিয়ার ছেলে সিরাজ (৫৫),বঙ্গজলের স্বরজিৎ চন্দ্র রায়ের ছেলে অপূর্ব রায় (১৯), উত্তর বড়গাছা’র আক্কাস আলী ছেলে মাঃ রাজন শেখ (৩১), বনবেলঘড়িয়া বাইপাসমোড় র শাহআলম ছেলে মমিনুল ইসলাম (২১),লোটাবাড়িয়া মাস্তানমোড়ের আব্দুর রহিম’র ছেলে সুজন ইসলাম (১৯), জয়নগরের আফতাব আলী মন্ডলের ছেলে শিমুল (২৮)দের একটি দলের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল ৩১ মার্চ রাতে অভিযান চালিয়ে , ৪০০ গ্রাম মদ ও এক গ্রাম গাঁজা মাদক ব্যবসার কাজে ব্যবহিত ০৫ টি মোবাইল, ০৭ টি সিম কার্ড ও গ্যাস লাইট ও ২টি মেমোরী কার্ড সহ হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লিখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।পরে জব্দকৃত মদ,গাঁজা ও আলামত সহ তার বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে, বলে র্যাবের কোম্পানী কমান্ডার (ভারঃ) এ.এস.পি মাসুদ রানা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :