এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বারঃ
কুমিল্লা দেবীদ্বার উপজেলার আব্দুল্লাপুর গ্রামে বিয়ের বাড়ির নাচ-গানকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে বারোটায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় দুই জন নিহত। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। নিহতরা হলেন -আব্দুল্লাপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে সাইফুল ইসলাম(১৮) ও মুরাদনগর উপজেলার গুন্জর গ্রামের রেনু মিয়ার ছেলে রাহিম(২০)। ওই ঘটনায় বাকী গুরুতর আহতদের দুই জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় এবং আহতদের মধ্যে থেকে একজনের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্স মোঃ আরিফুর রহমান। স্থানীয় সৃত্রে জানা যায় ওই গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেন’র মেয়ে নাজমা আক্তার’র সঙ্গে একই উপজেলার বুড়িরপার গ্রামের প্রবাসী হোসাইন মিয়ার সংঙ্গে ৯ মাস পূর্বে বিয়ে হয়। ওই বিয়ের অনুষ্ঠান ছিলো আজ বৃহ্সপ্রতিবার।
বুধবার রাতে কনের বাড়িতে পছন্দের নাচ-গানের আয়োজন নিয়ে স্থানীয় যুবকদের মাঝে বাকবিন্ডা শুরু হয়।
ওই জের ধরে আব্দুল্লাপুর ইনসাফ মার্কেটের সামনে স্থানীয় যুবকদের সঙ্গে গুন্জর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ঘটনায় সাইফুল ও রাহিম মারা যান।
পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন ও লাশ দুইটিকে উদ্ধার করে কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
বৃহ্সপ্রতিবার সাড়ে ১১ টায় ওসি আরিফুর রহমান জানান ওই বিষয়টি উদঘটনের তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :