সর্বশেষ :

লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খানের মৃত্যু, রাষ্ট্রীয় সম্মাননায় দাফন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২১ । ১০:১৮ অপরাহ্ণ
লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খানের মৃত্যু, রাষ্ট্রীয় সম্মাননায় দাফন

মো.সোহেল রানা,লৌহজং প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খান (৭০) না ফেরার দেশে চলে গিয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা হাজী বাড়িতে সে মৃত্যুবরণ করেন। পরে বুধবার আছরের নামাযের পড়ে হলদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা প্রশাসন থেকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়। সে মৃত্যু সময় সহধর্মিণী, এক ছেলে সন্তান মো. রোমেল খানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তিনি ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। জানা যায়, গত ৩ মাস আগে মজিবর রহমানের ক্যান্সার ধরা পড়ে।

পরে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয় তাঁকে। শরীয়তপুরের নীলকান্দি গ্রামের মৃত তাহের খানের পুত্র মজিবর রহমান খান। দীর্ঘ বছর যাবত তিনি লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশায় থাকতেন। রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) এর সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ আবু সাঈদ শুভ্র, লৌহজং থানার এসআই রকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।