মোঃ আল-আমিন, ক্রাইম রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার ধুনটে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয় নগদ ৩৩ হাজার ৪শত টাকা সহ মাদক ব্যবসায়ী নান্নু মন্ডলকে গ্রেফতার করেছে ধুনট থানার পুলিশ। ২৯শে মার্চ (সোমবার) রাত্রি ৮টার সময় উপজেলার চিকাশী দক্ষিণপাড়া গ্রামের তাহার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চিকাশী ইউনিয়নের চিকাশী দক্ষিণপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামি নান্নু মন্ডল (৪৫)।
থানা সূত্রে জানা যায়, ইয়াবা মাদক ব্যবসায়ী নান্নু মন্ডল গত সোমবার রাত্রি ৮টার দিকে ধুনট উপজেলার চিকাশী দক্ষিণপাড়া তাহার নিজ বাড়িতে মাদক দ্রব্য বিক্রি করা কালীন গোঁপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করে। এসময় তাহার নিকট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি নগদ ৩৩ হাজার ৪০০শত টাকা জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী নান্নু মন্ডলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাহাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :