বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র ৬৫ তম জন্মদিন উপলক্ষে প্রায় পাঁচশ’ ছিন্নমুল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র এসরান উদ্দিন জুয়েলের আয়োজনে মঙ্গলবার বিকেলে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে খাবার বিতরণেল পাশাপাশি দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ছিন্নমূলদের নিয়ে কেকও কাটা হয়। এ সময় কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেস ক্লাব সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রংগু মিয়া, পৌর কাউন্সিলর হেলাল সরকার, কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, আলাল হোসেন, সায়মুন চৌধুরী প্রমুখ অংশ নেন।
আপনার মতামত লিখুন :