নিজস্ব প্রতিবেদকঃ
২৬ মার্চ ১৯৭১ থেকে ২৬ মার্চ ২০২১ স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ২৬ মার্চ, বিকাল চারটায়, ঢাকার তোপখানা
রোডে, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে, সম্মিলিত সাংবাদিক পরিষদ- এসএসপি সুবর্ণজয়ন্তী উৎসব পালন করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতর পরেই জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করে এবং বাংলাদেশের পতাকা সম্বলিত কেক কাটা উৎসবের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এসএসপি’র উদ্যোগে এই সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, পরিকল্পনা মন্ত্রণালয়ের, পরিকল্পনা উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সম্মানিত সচিব মোহাম্মদ ইমানুর রহমান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডঃ এস এম আনোয়ারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য ও দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক আশরাফুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, বক্তব্য রাখেন এসএসপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, কার্যকরী সভাপতি কলিম এম জায়েদী, মহানগরের আহ্বায়ক লোকমান হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম ফারুক মজনু ও সাংস্কৃতিক সম্পাদক জামাল শিকদার, সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি এসএম শামসুল আলম নিক্সন। অনুষ্ঠান শেষে দিনটিকে স্মরণীয় করে রাখতে সম্মানিত অতিথিদেরকে “মহান স্বাধীনতা স্মৃতি সম্মাননা- ২০২১” প্রধান করেন এসএসপি কেন্দ্রীয় কমিটি।
আপনার মতামত লিখুন :