মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুরঃ
মুজিব শতবর্ষ ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রামগঞ্জে ৭০ জন ভূমিহীন পরিবার পাচ্ছেন পূর্ণবাসন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্প 2 এর অধীনে উপজেলার লামচর কাউনিয়া এর কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)দিলীপ দে, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জুয়েল।
উপজেলার শতাধিক ভূমিহীন, প্রতিবন্ধী,ভিক্ষুক,ভিক্ষুণীর আবেদন পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই-বাছাই করে প্রকৃত গৃহহীনদের তালিকা করেন। বাছাইকৃত তালিতাভুক্তদের নামে আশ্রয়ন কেন্দ্র বরাদ্দ পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা,পিআইও নিত্য দিনে কাজের তদারকি করেন, গুণগত মান উপকরণ, অভিজ্ঞ নির্মাণ শ্রমিক দিয়ে আশ্রয়ন প্রকল্প কাজ দ্রুত চলমান।
প্রতিটি পরিবার জন্য নির্মাণাধীন ঘরে বরাদ্দ পান ১লাখ, ৭০ হাজার টাকা।সরকারী নির্দেশনায় দুইটি বেড রুম, একটি বারান্দা, একটি টয়লেট, রান্না কক্ষ, যাতায়াতে একটি গলি রয়েছে। এ ছাড়াও আশ্রয়ন প্রকল্প থাকবে বিশুদ্ধ পানি, রান্না,গোসল করার মত পুকুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান গৃহহীনদের নামে পূর্ণবাসন চাহিদার চেয়ে কম রযেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা ধাপে ধাপে অত্র উপজেলার সকল গৃহহীনদের পূর্নবাসন করবেন।
প্রধান মন্ত্রীর এ উপহার ভূমিহীনদের। যার কারণে আশ্রয়ন প্রকল্প নির্মানে শতভাগ সঠিকভাবে হতে হবে। কোন অনিয়ম করার সুযোগ কেউ পাবে না।
তিনি জানান ইতিমধ্যেই অনৈতিক সুবিধা বঞ্চিত ব্যক্তিরা আশ্রয় প্রকল্প বরাদ্দ,নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করেন।
আপনার মতামত লিখুন :