সর্বশেষ :

মাস্ক পরিধান নিশ্চিত করতে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২১ । ৬:০০ অপরাহ্ণ
মাস্ক পরিধান নিশ্চিত করতে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে করােনাভাইরাসের বিস্তার ভয়াবহ রুপ ধারণ করায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে কঠোর অবস্থান গ্রহণ করছে প্রশাসন।

এর প্রেক্ষিতে জনসাধারণের স্বাস্থ্য বিধি নিশ্চিতে মাস্ক পরিধান এবং জনসমাগম এড়িয়ে চলার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় মাস্ক পরিধান নিশ্চিত, জনসমাগম এড়িয়ে চলাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলতে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র নিরালা মােড়ে এ অভিযান শুরু হয়।

সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক পরিধান নিশ্চিতে বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ও ব্যক্তিদেরকে আর্থিক জরিমানা করেন। হয়জনকে ১৭শ’ টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম জানান, সরকার জনসাধারণের স্বাস্থ্য বিধির কথা বিবেচনায় কঠোর অবস্থান গ্রহণ করেছে। মূলত জনসাধারণের কথা বিবেচনায় আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানার মধ্য দিয়ে সচেতনতার সৃষ্টি করছি। করােনাভাইরাস রােধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।