সর্বশেষ :

বান্দরবানে পিকআফ গাড়ি খাদের পড়ে নিহত- ০১


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২১ । ৫:১৭ অপরাহ্ণ
বান্দরবানে পিকআফ গাড়ি খাদের পড়ে নিহত- ০১

আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ

বান্দরবানের বাঘমারায় সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছে ‌। নিহত ব্যক্তির পেসাকিয়া তঞ্চঙ্গ্যা স্বপন (৪০)। তিনি পিককাপ গাড়ি চালক ছিলেন। নিহত ব্যক্তি বাগমারা যুগেশ কাবারী পাড়ার ক্য ই নং তঞ্চঙ্গ্যা ছেলে।

৩০ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় বাগমারা ডলুছড়া নতুন পাড়া রাস্তার অপর পাশে কাঠ ভর্তি করা অবস্থায় একটি পিকআফ গাড়ি পিছনের দিকে স্লিপ করে খাদে পড়ে যায় এবং চালক গুরুতর আহত হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, যে ড্রাইভার এর অবস্থা আশঙ্কাজনক, বর্তমানে চিকিৎসার জন্য মাহিন্দ্র গাড়ি করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার মধ্যপথে তিনি মৃত্যুবরণ করেন‌ । বর্তমানে তাকে সৎকারের জন্য তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।