আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ
বান্দরবানে করোনা ভাইরাস এর সংক্রমণ বৃদ্ধিতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । আজ ৩০ মার্চ মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী রতন কুমার অধিকারী ও মোহাম্মদ জাকির হোসাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে বান্দরবান শহর, বালাঘাটা, কালাঘাটার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে প্রচারণা ও ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয় ।
এই সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন জনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে স্বাস্থ্যবিধি না মানায় একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয় এবং নিজে সুস্থ থাকার জন্য ও অন্যকে করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য সকল রকম স্বাস্থ্য বিধি মানার জন্য আহ্বান জানানো হয়
আপনার মতামত লিখুন :