মোঃ রিপন হাওলাদার, ভান্ডারয়িা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক গৃহবধূকে (২৫) বেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবকের আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তারে আটক পুলিশ।
আটক যুবকেরা হলেন উপজেলার ক্ষিণ ভান্ডারিয়া গ্রামের মো: শামিম হোসেন (৩২), রব্বানী শিকার (২৪), ইব্রাহিম হোসেন (৩২), জাহিদুল ইসলাম তালুকদার (২৫) ও মিরাজ খন্দকার (২৩) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গৃহবধূকে গ্রাম থেকে জোর করে তুলে উপজেলা সদরের একটি কলাবাগানে নিয়ে যান।
সেখানে ওই গৃহবধূকে আটজন মিলে ধর্ষণ করেন। রাত সাড়ে ১২ টার দিকে ওই গৃহবধুকে পাশের একটি বাগানে নিয়ে আরেক ফায় ধর্ষণ করা হয়। গোপন সংবারে ভিত্তিতে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জরিত পাঁচজনকে আটক করে পুলিশ। আর গৃহবধুকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। আজ শুক্রবার গৃহবধুর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যলয়ে পাঠানো হবে ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ধর্ষণে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
আপনার মতামত লিখুন :